DU Economics Subject Review

 প্রিয় জুনিয়র ভাই-বোনেরা, তোমরা যারা এবছর চান্স পেয়েছো,তাদের জানাই অনেক অনেক শুভকামনা।🧡


এখন তোমরা সাবজেক্ট চয়েসের জন্য যারা অর্থনীতি বিষয়ের রিভিউ চাচ্ছিলে,তাদের জন্য আমার এই প্রয়াস। 🌼


সাবজেক্ট রিভিউ

বিষয় - অর্থনীতি 🔥


রয়্যাল ডিপার্টমেন্ট এর কথা উঠলে প্রথমেই যার নাম আসে তা হল-"ডিপার্টমেন্ট অফ ইকোনমিকস"।


অর্থনীতি একটি মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। এই বিষয়ে পড়াশোনা করে বৈচিত্র্যপূর্ণ সেক্টরসমূহে কাজ করতে পারবে।সরকারী চাকরি,বেসরকারি চাকরি,এনজিও, জাতিসংঘ, বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টর, মাল্টিন্যাশনাল কোম্পানি - সকল জায়গাতেই রয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের দাপট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়ালেখা শেষ করে চাকরি পেতে তোমার সমস্যা হবে না, এটা বলাই বাহুল্য।

বাড়ির ছোটোখাটো যেকোনো কাজ থেকে শুরু করে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে যেকোনো সিদ্ধান্ত নিতে হলে প্রয়োজন অর্থনীতির জ্ঞান যা তোমরা এই বিভাগে এসে শিখতে পারবে।ফলে অন্য যেকোনো সাধারণ মানুষের চেয়ে তোমার চিন্তা করার ধরন হবে ভিন্ন।যেকোনো ঘটনার আরো গভীরে ঢুকে পড়বে তুমি,বের করে আনবে পেছনে থাকা অদৃশ্য চালিকাশক্তি-অর্থনীতি! এই বিশ্লেষণী দক্ষতা কাজে লাগিয়ে তুমি হয়তো একদিন উদ্ভাবন করবে নতুন কোনো অর্থনৈতিক তত্ত্ব আর অর্জন করবে নোবেল পুরষ্কার!💜


অর্থনীতি বিভাগ আর ঢাকা বিশ্ববিদ্যালয় সমবয়সী।  উভয়ের যাত্রা শুরু ১৯২১ সালে। অর্থনীতি বিভাগ ঢাবির সেরা বিভাগগুলোর একটি হিসেবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে রয়েছে অসাধারণ সব শিক্ষকেরা।তোমাদেরকে অর্থনীতিকে ভালোবাসতে শেখাবেন তারা।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোঃ ইউনুস ছিলেন ঢাবির অর্থনীতির ছাত্র! 😎


অর্থনীতিতে চার বছরে যা যা পড়ানো হয়- 


প্রথম সেমিস্টারে পড়ানো হবে-

মাইক্রো ইকোনমিকস,স্ট্যাটিসটিকস, ম্যাথ ও সফটওয়্যার এপ্লিকেশন। 


২য় সেমিস্টারে পড়ানো হবে-

ম্যাক্রো-ইকোনমিকস, ম্যাথ, স্ট্যাটিসটিকস ও ফিন্যান্স। 


অর্থনীতি বিভাগে ভালো করতে চাইলে অবশ্যই তোমার গনিতে দক্ষতা থাকতে হবে।কারণ এখানে চারিদিকে গনিত। তাই গনিত কে তুমি যদি ভয় পাও,তাহলে আমি সাজেস্ট করবো এখানে না আসার জন্য। 

আর এখানে তুলনামূলক পড়াশোনার চাপ কিছুটা বেশি। তাই "ভার্সিটি চিল" মনোভাব যদি তোমার হয়,তবে অর্থনীতি বিভাগ তোমার জন্য নয়। 


ঢাবির অর্থনীতি বিভাগে রয়েছে অসাধারণ তিনটি ক্লাব। আমার জানামতে ঢাবির শুধুমাত্র এই অর্থনীতি বিভাগেই তিন ধরণের কার্যক্রমের জন্যে রয়েছে তিনটি ক্লাব।

ইকোনমিকস স্টাডি সেন্টার, ইকোনমিকস ক্যারিয়ার এলায়্যান্স এবং ইকোনমিকস কালচারাল ক্লাব।

এসব ক্লাবে যুক্ত হয়ে তোমরা ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় সকল দক্ষতা অর্জন করতে পারবে।


ক্যারিয়ারঃ 


তোমরা সিপিডি,বিআইডিএস,সানেম সহ বিখ্যাত সব গবেষণা প্রতিষ্ঠানে কাজ করতে পারবে।

 বাংলাদেশ ব্যাংক এর এসিস্ট্যান্ট ডিরেক্টর(সরকারি চাকরি) পদে এক্সক্লুসিভলি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের নেওয়া হয়,তাই এখানে রয়েছে তোমার অসাধারণ সুযোগ।

রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সুযোগ।

এছাড়া বিসিএস শিক্ষা ক্যাডার এ তোমাদের জন্য রয়েছে অপূর্ব সুযোগ।

রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির লেকচারার হওয়ার সুযোগ। 

রয়েছে বিদেশে স্কলারশিপের মাধ্যমে কানাডা,ইউকে,ইউএস,জাপান,জার্মানি,অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে যাওয়ার অসংখ্য অসংখ্য সুযোগ।

সরকারি-বেসরকারি বিভিন্ন পদের ক্ষেত্রে এক্সক্লুসিভলি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী চাওয়া হয়।এসব ক্ষেত্রে তোমার রয়েছে অপূর্ব একটি সুযোগ।

এছাড়াও বিভিন্ন এনজিও তে কাজ করার সুযোগ তো আছেই।


অনেক তো পড়ালেখা আর ক্যারিয়ারের কথা হল।টায়ারড হয়ে গেছো নিশ্চয়ই?নো প্রব্লেম। তোমাদের একঘেয়েমি দূর করতে বিনোদনের মাসালা হিসেবে রয়েছে EconDU Day!


অর্থনীতি তোমার জন্যে অপেক্ষা করছে, চলে এসো।

We will welcome you cordially 💙


সকল জুনিয়রের জন্য রইল প্রানঢালা শুভেচ্ছা। আপু হিসেবে সর্বদা তোমাদের পাশে আছি।🌼




Muinuddin Gaus

Mohammad Muinuddin Gaus, a dedicated student of the Islamic Studies department at the University of Dhaka, shares valuable information on various online platforms. To learn more about him, follow his social media links.

Post a Comment

Previous Post Next Post