সাবজেক্ট রিভিউঃসংস্কৃত
সংস্কৃত বিষয়টা নিয়ে সবাই ধোঁয়াশায় থাকে।যেমনঃএই বিষয়টা কিসের উপর পড়ানো হয়?এটাতে কি পড়ানো হয়?এটাতে পড়লে কেমন জবসেক্টর পাওয়া যাবে?আরো অনেক কিছু।তো যাই হউক বিস্তারিত বলছি:
এবার বলব সংস্কৃত কি?কি পড়ানো হয় এতে?
সংস্কৃত একটি প্রাচীন ভাষা ও সাহিত্য।বলা হয় যে এটি বাংলা ভাষার জননী।তুমি যদি সংস্কৃত পড়তে আসো অবশ্যই তোমাকে সংস্কৃত শিখতে হবে।তুমি যদি সংস্কৃত আগে না পড়েও থাকো কোনো সমস্যা নেই।এখানে তোমাকে সংস্কৃত ভাষা ও সাহিত্যগুলোর পাশাপাশি অন্যান্য বিষয় যেমনঃসমাজতত্ত্ব,নৃবিজ্ঞান,ইংরেজি,কম্পিউটার সায়েন্স,বাংলাদেশ স্টাডিজ এসব সাবজেক্ট অনুসঙ্গী হিসেবে পড়ানো হয়।এখন আবার প্রশ্ন আসবে আগেতো পড়িনি এখন কি পারব?আরে ভাই এখানে সবাই শিখে আসেনা শিখে নেয় অন্যরা যদি শিখে নিয়ে ভালো কিছু করতে পারে তবে তুমি কেন পারবেনা।এসো নিজেকে প্রমাণ করো।নিন্দুকরা বহু কথাই বলবে তাই বলে ঘাবড়ে গেলে হবে না তাদের জবাব দেয়ার জন্য নিজেকে প্রস্তুত করো।তাদের কথা না শুনে আগে নিজেকে প্রস্তুত করো দেখবে দিনশেষে জয় তোমারই হবে।
জব সেক্টর+উচ্চশিক্ষাঃ
সংস্কৃত বিষয়টা নিয়ে পড়লে তুমি ইচ্ছা করলে বহির্বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে সাথে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও বড় বড় ডিগ্রী অর্জন করতে পারবে(উল্লেখ্য যে সংস্কৃত শুধুমাত্র দেশের ঢাবি,চবি ও রাবিতেই আছে),তাছাড়া তুমি চাইলে এ ৩ বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে শিক্ষকও হতে পারবে যদি ভালোভাবে পড়তে পারো।এছাড়াও তুমি যেকোনো সরকারি স্কুল,সরকারি কলেজ,বেসরকারি স্কুল,বেসরকারি কলেজ সহ অন্যান্য কলেজগুলোতেও শিক্ষক হিসেবে যোগ দিতে পারবে খুব অনায়াসেই।এছাড়াও যেকোনো সরকারি জব সেক্টরগুলো অনায়াসেই কাঁপাতে পারবে।বিসিএস,ব্যাংকজব সহ সকল সরকারি জব তুমি করতে পারবে যদি তুমি নিজেকে তৈরি করতে পারো।এছাড়াও তুমি যেকোনো বেসরকারি জবও পাবে যদি তুমি নিজেকে তাল মিলিয়ে প্রস্তুত করে তুলতে পারো।আবার এরসাথে পাবা আরএমজি সেক্টর।এখন প্রশ্ন আসবে আরএমজি সেক্টর আবার কি?আরএমজি সেক্টর হচ্ছে সবচেয়ে সেরা একটা সেক্টর।এ সেক্টরগুলো গার্মেন্টস রিলেটেড কোম্পানিগুলোর সাথে জড়িত।প্রতিবছর এরাও প্রচুর অফিসার হিসেবে চায় যেকোনো সাবজেক্ট হতে গ্র্যাজুয়েটদের।এক্ষেত্রে তুমি চাইলে এখানেও তুমি যোগ্যতার যোগ্য প্রমাণ দিতে পারবে। আর এরপরও তুমি যদি আরো উপরে যেতে চাও তাহলেও পারবে।তাহলে বুঝতে পারছো তো সংস্কৃত বিষয়টি কোনো অংশে কম নয়। পারলে বুকে সাহস নিয়ে নিন্দুকদের বলো আমার ভার্সিটি,আমার ডিসিশন, আমার সাবজেক্ট সবার সেরা।শুভকামনা রইল সবার জন্য।
শুভকামনায়ঃ
প্রবীন সেন
সংস্কৃত বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(১৭-১৮সেশন)
অসাধারণ হয়েছে বন্ধু এগিয়ে যাও?
ReplyDelete