♦ সাবজেক্ট রিভিউঃ ফিশারিস
যারা ফিশারিজ কি জানেনা তারা ভাবে ফিশারিজ মানে বুঝি শুধু মাছ আর মাছ,শুধুই মাছ নিয়ে পড়ে থাকা।তাদের জন্য ফিশারিজ এর সংজ্ঞাটা জানা জরুরি। FISHERIES IS A SCIENCE OF AQUATIC AND SEMI-AQUATIC ORGANISM. অর্থাৎ শুধু জলজ নয় উভচর প্রণীরাও ফিশারিজ এর অন্তর্গত। পৃথিবীর চারভাগের তিন ভাগই ফিশারিজ স্টুডেন্ট দের কর্মস্থল।এই সাবজেক্ট এ পড়লে পাবা নদী-সমুদ্র-মোহনার বিশালতায় হারিয়ে যেতে।তিমি,হাঙ্গর,কুমির,অক্টোপাস,স্কুইড,সব ধরনের মাছ থেকে শুরু করে জলরাজ্যের ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাঙ্কটন,হাইড্রা নিয়ে শুরু হবে তোমার নতুন ভাবনা।পৃথিবীর সকল নদী -সমুদ্রের প্রোপার ম্যানেজমেন্ট, দুষন রোধ করা হবে তোমার দায়িত্ব।বলার অপেক্ষায় রাখে না বাংলাদেশের অর্থনীতিতে ফিশারিজ কতটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।সমগ্র পৃথিবীর উন্নত দেশগুলো ফিশারিস সেক্টর ডেভলপ করার জন্য ঝুকে পড়েছে।
.
ফিশারিজ গ্রাজুয়েটদের রয়েছে উচ্চশিক্ষার সুযোগ। ভাল স্কোর নিয়ে বি.এস-সি ফিশারিজ (অনার্স) ডিগ্রী অর্জনের পর একজন গ্রাজুয়েট দেশের দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিম্নলিখিতভাবে যোগ দিতে পারেন-
- বৃত্তিসহ পোষ্ট গ্রাজুয়েট কোর্সে (যেমন এম.এস.) অংশগ্রহণ
- বৃত্তিসহ গবেষণামূলক এমফিল/পি-এইচ.ডি. কোর্সে অংশ গ্রহণ
- ফিশারিজ অনুষদে শিক্ষক হিসেবে যোগদান
- রিসার্চ ফেলো বা গবেষণা সহকারী হিসেবে যোগদান
এবার আসা যাক জব সেক্টর এ.....
.
সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশ ফিশারিজ সেক্টর এ ৫ম স্থান অধিকার করেছে।তাই এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশ সহ সারা বিশ্ব ফিশারিজ গ্রাজুয়েট দের চাহিদা বেড়েই চলেছে।সম্প্রতি বাংলাদেশ যে বিশাল সমুদ্রসীমা অর্জন করেছে তা ফিশারিজ স্টুডেন্ট দেরকে জবের জন্য আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে।ফিশারিজ গ্রাজুয়েড দের দেশ এবং বিদেশে অনেক জব সেক্টর এর মধ্যে কয়েকটি তুলে ধরলাম.....
.
.
★মৎস অধিদপ্তর
★দেশ বিদেশের রিচার্চ ইনস্টিটিউশন এ প্রথম শ্রেণীর গবেষক।
★বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন।
★এগ্রো বেইজড ইন্ডাস্ট্রিতে কনসালটেন্ট অফিসার।
★ফিস প্রসেসিং ইন্ডাস্ট্রি
★ফিস এক্সপোর্টিং এ্যাসোসিয়েশন।
★বিসিএস এ সতন্ত্র কোটা থাকায় জব এ অপার সম্ভাবনা।
★উপজেলা,জেলা মৎস অফিসার।
★ফিশারিজ এক্সটেনশন অফিসার।
★বিভিন্ন ব্যাংকের ফিশারিজ বিষয়ক ঋণপ্রদানের
সেকশনে কাজ করার সুযোগ রয়েছে। যেমন-
--বাংলাদেশ কৃষি ব্যাংক
--রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
--সোনালী ব্যাংক
--অগ্রণী ব্যাংক
--রূপালী ব্যাংক
--জনতা ব্যাংক
--সমবায় ব্যাংক
--কর্মসংস্থান ব্যাংক ইত্যাদি।
★আন্তর্জাতিক সংস্থাসমূহ:
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের
মতো আমাদের দেশেও ফিশারিজ বিষয়ক কার্যক্রম
পরিচালনা করে থাকে যেখানে ফিশারিজ গ্রাজুয়েটের
জবের সুযগ রয়েছে। যেমন-
--ওয়ার্ল্ড ফিস সেন্টার
--ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট(ডিএফআইডি)
--CARE INTERNATIONAL,
--FAO
--UNDP
--কারিতাস বাংলাদেশ
--নেচার কনজারভেসন মুভমেন্ট
--এশিয়ান ওয়েটল্যান্ড ব্যুরো
--DANIDA
--সোসাইটি ফর কনসারভেসন অব নেচার এন্ড এনভায়রনমেন্ট(এসসিওএনই)
--ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেসন অব নেচার এন্ড
--ন্যাচারাল রিসোর্স (আইইউসিএন)
--সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ।
★Ministry of Water Resources
★Scraps Institution of Marine Science
★Alfred Weznar Marine Institution
★NOAA
★NIO
★মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়
★বাংলাদেশ মৎস্য সম্পদ গবেষণা কেন্দ্র (বিএফআরআই) ও
এর শাখা ও উপকেন্দ্রসমূহ
★বাংলাদেশ মৎস্য সম্পদ উন্নয়ন কেন্দ্র (বিএফডিসি) ও
এর শাখা কেন্দ্রসমূহ
★ফিশারিজ ও ফিশারিজ সংশ্লিষ্ট একাডেমী ও
প্রশিক্ষণ কেন্দ্রে।
★শিপিং মন্ত্রণালয়
★BSTI
★অ্যাকুরিয়াম ইন্ডাস্ট্রি
★মেরিন রিলেটেট বিভিন্ন জব
★বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র (বিএআরসি বা বার্ক)
.
এছাড়াও ফিশারিজ গ্রাজুয়েড রা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজের ও অপরের জবের সুযোগ করে দিতে পারে।
এ তো গেল ফিশারিজ রিলেটেড ফিল্ড। এর বাইরেও অনেক ফিল্ড এ ফিশারিজ গ্রাজুয়েট দের জবের সুযোগ আছে।
©