DU Geology Subject Review

 Subject Review: Geology (DU)


ভূতত্ত্ব বিভাগ (Estd-1949)

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়-1000

অবস্থানঃ ঐতিহ্যবাহী কার্জন হলের ডান কর্ণারে।

ভবনঃ ৫তলা বিশিষ্ট একক একাডেমিক ভবন (যেটি শুধুমাত্র কয়েকটা বিভাগেরই রয়েছে)


ভূতত্ত্ব কিংবা Geology শব্দটা হয়ত ভর্তিচ্ছু সবার কাছেই একদম অপরিচিত একটা সাবজেক্ট বা মানবিক শাখার সাবজেক্ট বলে মনে হতে পারে কেননা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শ্রেণিতে এই সাবজেক্ট নেই কিন্তু এটা কোন মানবিক শাখার কিংবা নতুন কোন সাবজেক্ট নয়।যদিও বিশ্বের প্রায় সব দেশেই এই সাবজেক্ট মাধ্যমিক থেকেই পড়ানো হয়।এটা একটা পিওর সায়েন্সের সাবজেক্ট যেটাতে ভর্তি হতে হলে ভর্তির যোগ্যতা হিসাবে ভর্তি পরীক্ষায় ন্যুনতম পদার্থ-১০,রসায়ন-১০ ও গণিত-১০ পেতে হবে।ঢাবির অনেক পুরাতন বিভাগের মধ্যে এটি একটি যা ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।পুরাতন হওয়ায় এই বিভাগের শিক্ষক সংখ্যা অনেক,ক্লাসরুম,ল্যাব ও গবেষণাগার যথেষ্ট, বিভাগীয় শিক্ষাবৃত্তির সংখ্যাও বেশ।এমনকি ২০২২ সালে ঢাবির সেরা বিজ্ঞানী এই ভূতত্ত্ব বিভাগেরই একজন স্বনামধন্য অধ্যাপক।এছাড়াও মহান মুক্তিযুদ্ধে ৩জন শহীদ বুদ্ধিজীবী,পিএসসি'র সদস্য,ইউজিসির সদস্য,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,পেট্রোবাংলার চেয়ারম্যান,GSB অধিদপ্তরের পরিচালক থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হওয়ার গৌরব অর্জন করেছেন।  


আসন সংখ্যাঃ ৫০ (কোটা ছাড়া)


বিষয়বস্তু কি?


ভূতত্ত্ব বা ভূবিদ্যা ভূবিজ্ঞানের একটি শাখা যেখানে পৃথিবী, পৃথিবীর গঠন, পৃথিবী গঠনের উপাদান সমূহ, পৃথিবীর অতীত ইতিহাস এবং এর পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। ভূতত্ত্ব শিক্ষা খনিজ ও প্রাকৃতিক সম্পদ উত্তোলন, পরিবেশ রক্ষার গুরুত্ব, অতীত আবহাওয়া ব্যাখ্যা করে ভবিষ্যতের আবহাওয়া জলবায়ু সম্পর্কে ধারণা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


কি কি পড়ানো হয়?


যা যা পড়ানো হয় -


•পৃথিবীর ভৌতিক গঠন

• গঠনগত উপাদান। এর আকার ও প্রকৃতি

•ভূগর্ভের অভ্যন্তরস্থ (কেন্দ্র থেকে ভূস্তর পর্যন্ত) বিভিন্ন শিলার প্রকৃতি, উপাদান, বয়স, গুরুত্ব ইত্যাদি।

• সাগর, মহাসাগর, নদ-নদী ভৌতিক বৈশিষ্ট্য সমূহ (Geomorphic Characteristics)

•প্রাকৃতিক সম্পদ আরোহণ (তেল, গ্যাস, ভারী মনিক, কয়লা, আয়রণ, অভ্র, জিপসাম) এবং এদের রিজার্ভ আরোহণের উপায় অর্থাৎ বিভিন্ন পদ্ধতি (যেমন Seismic Survey, Gravity Survey, Magnetic Survey, Electrical Survey etc.)

• সৌর ব্যবস্থা

•ভূ-রসায়ন, ভূ-পদার্থ বিষয় সম্পর্কিত জ্ঞান এবং

•ভূমিকম্প ও সুনামি বিষয়ক, অর্সেনিক দূষণ ইত্যাদি।

#মাইনর কোর্স হিসেবে থাকে

১.উচ্চতর গণিত

২.পদার্থ বিজ্ঞান 

৩.রসায়ন 


★প্রায় অনুরুপ বিভাগ ভিন্ন নামে যেখানে পড়ানো হয়ঃ


১. ভূতত্ত্ব ও খনিবিদ্যা (RU & BU)

২. পেট্রোলিয়াম ও মাইনিং ইন্জিনিয়ারিং (SUST)

৩. ভূতাত্ত্বিক বিজ্ঞান ও পরিবেশ (JU)


এছাড়াও Geology কে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে Earth Science,Geoscience, Geology নামেই পড়ানো হয়।


★ঢাবির ভূত্বত্ত বিভাগে যা যা আছে


#কার্জনের কোলাহল মুক্ত সবুজ প্রান্তরে একক পাঁচতলা লাল একাডেমিক ভবন।

#২৫জনের অধিক অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকমন্ডলী

#সমৃদ্ধ সেমিনার লাইব্রেরী 

#শহীদ আব্দুল মুক্তাদির ভূতাত্ত্বিক জাদুঘর 

#Dhaka University Earth Observatory Centre 

#Delta Study Centre  


★Lab Facilities 


1.Sedimentology and Petrology Lab 

2.G & G Simulation Lab 

3.Hydrogeology & Groundwater Modeling Lab 

4.Geochemistry Lab 

5.Engineering Geology Lab 

6.Micropalaeontology d Palynology Lab 

7.GIS & Remote Sensing Lab 

8.Geo Informatics Lab 

9.Seismology & Geodesy Lab 

10.More than thousands of Rock,Mineral & Fossil Collection 


#International Student Chapter 


1.AAPG-American Association of Petroleum Geologist

2.EAGE-European Association of Geologist & Engineers

3.SEG- Society of Exploration Geophysicist

4.SPE-Society of Petroleum Engineers


এসব আন্তর্জাতিক সংস্থা থেকে প্রতিবছর আর্থিক গবেষণা সহায়তা,বিভিন্ন সেমিনার,ওয়ার্কশপের আয়োজন,দেশের বিভিন্ন গ্যাস ফিল্ড পরিদর্শন, পাহাড়ি এলাকায় ফিল্ড ওয়ার্ক, বিদেশে স্কলারশিপ ও বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের সুযোগ রয়েছে। (La. Austin নামে রিসার্চ সহায়তা হিসেবে প্রতিবছরের ন্যায় ২০২৩ সালে ৪জন 500$(50,000৳) পেয়েছে)


#Co-curriculum activities

1.GDC-Geo Debating Club 

2.GPC-Geo Photographic Club 

3.GCC-Geo Cultural Club 

4.UDGS-University of Dhaka Geophysical Society 

5.Geology Earth & Environmental Club 

5.Arif Smrity Cricket Tournament 


#ভ্রমণঃ

প্রকৃতির অপরুপ সৌন্দর্য বাস্তবে উপভোগ করা,পাহাড় পর্বতমালার মনোরম দৃশ্য উপভোগ করা যদি কারো শখ বা নেশা হয়ে থাকে তার জন্য ঢাবির ভূতত্ত্ব সেরা একটা জায়গা।কারন এই বিভাগে পড়তে হলে একটা কোর্স আছে যেটার জন্য প্রতিবছর ৭-১০ দিনের জন্য বিভাগীয় যাতায়াত খরচে সকলকে বাধ্যতামুলক নিম্নোক্ত পাহাড়ী এলাকায় ফিল্ড ওয়ার্ক করতে যেতে হয়,,


১ম বর্ষ-সীতাকুন্ডু(চট্টগ্রাম) অথবা কাপ্তাই(রাঙ্গামাটি)

২য় বর্ষ-কাপ্তাই,(রাঙ্গামাটি) অথবা সাজেক(খাগড়াছড়ি) 

৩য় বর্ষ-জাফলং(সিলেট)

৪য় বর্ষ-সেন্ট মার্টিন(কক্সবাজার)  

এই বিভাগের সবচেয়ে উপভোগ্য ও চিল করার জায়গা এটা।কেননা ৭-১০দিন সব ব্যাচমেট বন্ধু ও কয়েকজন শিক্ষক একসাথে কাটানো সময় জীবনের শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকে।


★উচ্চ শিক্ষাঃ


দেশে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর পাশাপাশি স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ যেমন: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ উন্নত বিশ্বের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে M.Phil, phD সহ উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। এছাড়াও বিদেশে Petroluem Engineering, Geophysics, Geochemistry,Hydrology,Remot Sensing & GIS প্রভৃতি বিষয়ে MS ও phD করা যায়।


বর্তমানে এই বিভাগের অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে অধ্যয়নরত রয়েছে।


★চাহিদা ও চাকুরিক্ষেত্রঃ


শিক্ষকতাঃ 

অনার্স ও মাস্টার্সে  ১ম,২য় কিংবা ৩য় স্থান অর্জন করে নিজ বিভাগের শিক্ষক হওয়াসহ অন্যান্য বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।


চাহিদাঃ


দিন দিন প্রাকৃতিক শক্তির চাহিদা বাড়ছে। সুতরাং এ প্রাকৃতিক শক্তিকে পাশ কাটিয়ে বর্তমান আধুনিক সভ্যতার কথা চিন্তা-কল্পনা করা মুশকিল। তাই পৃথিবী যতদিন থাকবে ততদিনই এ Subject এর সম্ভাবনা বাড়বে বৈ কমবে না।


★একনজরে সরকারী প্রতিষ্ঠান গুলোঃ


১.বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC)

২.বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর(GSB)

৩.পেট্রোবাংলা (১২টি ভিন্ন প্রতিষ্ঠান)

৪.বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিঃ(BAPEX)

৫.বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

৬.বাংলাদেশ তৈল,গ্যাস ও খনিজ কর্পোরেশন 

৭.সিলেট গ্যাস ফিল্ড

৮.বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট

৯.পানি উন্নয়ন বোর্ড

১০.পরিবেশ অধিদপ্তর

১১.নদী গবেষণা ইন্সটিটিউট, ফরিদপুর

১২.বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা (SPARSO)

১৩.জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 

১৪.Institute of Water Modelling (IWM)- 

১৫.সেন্টার ফর এনভায়রনমেন্টাল ১৬.জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস

১৭.খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো

১৮.গণপূর্ত অধিদপ্তর

১৯.ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)

২০.জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

২১.জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র

২২.পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)

২৩.বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

২৪.বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান

২৫.বাংলাদেশ জরিপ অধিদপ্তর

২৬.বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট

২৭.বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

২৮.বাংলাদেশ পর্যটন করপোরেশন

২৯.বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)

৩০.বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

৩১.বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

৩২.বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

৩৩.বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ

৩৪.বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড

৩৫.ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

ভূমি সংস্কার বোর্ড

৩৬.মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট

৩৭.যৌথ নদী কমিশন, বাংলাদেশ

৩৮.সড়ক ও জনপথ অধিদপ্তর

৩৯.বাংলাদেশ ট্যুরিজম বোর্ড

৪০.বাংলাদেশ নদী বন্দর কর্তৃপক্ষ.... ইত্যাদি এই রকম আরও সরকারী প্রতিষ্ঠান রয়েছে ভূতত্ত্ব গ্র্যাজুয়েটদের জন্য ।।


এবার একনজরে বেসরকারী প্রতিষ্ঠান গুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে আসিঃ

বেসরকারী প্রতিষ্ঠান সমূহঃ

1] Water Aid Bangladesh

2] UNDP Bangladesh

3] Unicef

4] Save the Children

5] CARE

6] Concern Worldwide

7] IUCN

৮] পবা

৯] বাপা

10] BRAC

11] RDRS এরকম অনেক বিদেশী-দেশী চাকরি। 


এছাড়াও একজন গ্রাজুয়েট হিসাবে বিসিএস,ব্যাংক ও অনন্য সাধারন চাকুরির সুযোগ ত আছেই।


সংগৃহীত-

মুহম্মদ আব্দুর রহিম 

ভূতত্ত্ব বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়





Muinuddin Gaus

Mohammad Muinuddin Gaus, a dedicated student of the Islamic Studies department at the University of Dhaka, shares valuable information on various online platforms. To learn more about him, follow his social media links.

Post a Comment

Previous Post Next Post