DU Law Subject Review

♦ সাবজেক্ট রিভিউঃ LAW


বাংলাদেশ প্রেক্ষাপটে যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের প্রথম সারির শিক্ষার্থীরা মূলত আইন বিষয়ে পড়াশোনা করে থাকে। বিষয় হিসেবে আইন খুবই গুরুত্বপূর্ণ । আইন বিষয়ে যাদের আগ্রহ রয়েছে শুধু তাদের জন্য এই বিষয়টি সর্বোত্তম হবে।


বিশেষ করে যারা ভবিষ্যতে নিজেকে একজন আইনজীবী অথবা বিচারক হিসেবে দেখতে চান তবে তাদের জন্য আইন বিষয়টি পারফেক্ট হবে। আইন বিষয়টি মুখস্থনির্ভর নয়। কারণ এ বিষয়ে পড়াশোনা করতে হলে যে কোন ব্যক্তির গভীর চিন্তা করার সক্ষমতা থাকতে হবে।


তবে অনেকের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে আইন বিষয়ে শুধু আইন এর ধারা পড়ানো হয়ে থাকে। কিন্তু এ ধারণা আদৌ সত্য নয়। আইন বিষয়ে প্রয়োজনীয়তা আমাদের প্রাত্যহিক জীবনে অপরিসীম। এ বিষয়ে পড়াশোনা করতে যেমন গভীর চিন্তা করার সক্ষমতা থাকতে হবে তেমনি আপনার যেকোন বিষয় বিশ্লেষণ করার সক্ষমতাও থাকতে হবে।


আইন বিষয়ে সাথে প্রায় সবগুলো বিভাগের সম্পর্ক রয়েছে। এখন আমরা জানবো আইন সাবজেক্ট সম্পর্কিত আরো কিছু কিওয়ার্ড।


♦Table of Contents

★আইন ল বিষয়ে যা যা পড়ানো হয়

★আইন ল সাবজেক্টের মূল বিষয়বস্তু

★আইন ল বিষয়ের চাকরির ক্ষেত্রসমূহ

★আইন বা ল বিষয়ের ভবিষ্যৎ কেমন 

★আইন ল বিষয়ে যা যা পড়ানো হয়


যারা পেশায় বিচারক ও আইনজীবী হতে চান তাদের জন্য অবশ্যই আইন নিয়ে পড়াশোনা করতে হবে। আইন বিষয়ে পড়াশোনা করার জন্যে অবশ্যই আপনার কিছু স্বকীয় বৈশিষ্ট্য থাকা আবশ্যক। তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো গভীর চিন্তা করার ক্ষমতা। কারণ আইন সাবজেক্ট মুখস্থনির্ভর নয়।


♦আইন ল সাবজেক্টের মূল বিষয়বস্তু


★সাক্ষ্য আইন

★বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন

★মানবাধিকার আইন

★রিয়েল এস্টেট আইন

★সমুদ্র আইন

★আন্তর্জাতিক সংগঠন

★পরিবেশ আইন

★সিআরপিসি

★ক্রয়বিক্রয়–সংক্রান্ত আইন

★ক্রিমিনোলজি

★সিপিসি

★মুসলিম আইন

★হিন্দু আইন

★চুক্তি আইন

★ভূমি আইন

★প্রশাসনিক আইন

★কোম্পানি আইন

★বাণিজ্যিক আইন

★সম্পত্তি হস্তান্তর আইন

★সাইবার ল

★রেজিস্ট্রেশন আইন

★আয়কর আইন

★সুনির্দিষ্ট কার্য-সম্পাদন আইন

★ইক্যুইটি ট্রাস্ট

★শ্রম আইন

★অপরাধ আইন

★দেওয়ানি কার্যবিধি

★ফৌজদারি কার্যবিধি

★রিফুজি ল

★গুড গভর্নেন্স

★জুরিসপ্রুডেনস

★ব্যাকরণ

★দর্শন

★বিজ্ঞান

★সাংবিধানিক আইন

★পারিবারিক আইন

★আন্তর্জাতিক আইন

★ধর্মীয় আইন 


♦আইন ল বিষয়ের চাকরির ক্ষেত্রসমূহ


★ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

★আইনজীবী

★পেশাগত বিচারক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

★হাই স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি)

★কলেজের শিক্ষক (সরকারি ও বেসরকারি)

★বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (পাবলিক ও প্রাইভেট)

★বিসিএস দিয়ে ক্যাডার সহ অন্যান্য নন ক্যাডার ক্যাডারে ★চাকুরী

★সকল প্রকার সাধারণ সরকারি চাকুরী

★অধীনে ‘সহকারী আইনসচিব’ হিসেবে

★সহকারী জজ

★সহকারী আইনসচিব’ হিসেবে ক্যারিয়ার

★সরকারি আইন কর্মকর্তা বা পাবলিক প্রসিকিউটর

★গবেষক

★আন্তর্জাতিক সংস্থা

★বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংস্থা

★বিভিন্ন দেশের দূতাবাস

★এনজিও

★জাজ অ্যাডভোকেট জেনারেল’ হিসেবে যোগ দেওয়া যায়

★আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের

★মাল্টিন্যাশনাল কোম্পানি

★আইন কলেজে শিক্ষকতা

★প্রাইমারি স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি)


♦আইন বা ল বিষয়ের ভবিষ্যৎ কেমন 


আইন বিষয় নিয়ে পড়াশোনা করলে রয়েছে আপনার মধ্যে ভবিষ্যতে চাকরি করার সুযোগ ও সম্ভাবনা । এ বিষয়ে পড়াশোনা করি শুধু আপনাকে ওকালতি করতে হবে এমন কোন কথা নেই।


পৃথিবী তথ্যপ্রযুক্তিতে যত বেশি উন্নত হোক না কেন আইনের প্রয়োজনীয়তা আজীবন থেকেই যাবে। তাই বলা যায় আইন বিষয়ে পড়াশোনা করলে নিঃসন্দেহে কাউকে ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না। তবে এ বিষয়ে পড়াশোনা করলে অবশ্যই চাপ একটু বেশি থাকে।




Muinuddin Gaus

Mohammad Muinuddin Gaus, a dedicated student of the Islamic Studies department at the University of Dhaka, shares valuable information on various online platforms. To learn more about him, follow his social media links.

Post a Comment

Previous Post Next Post