DU Chinese Subject Review

 ♦সাবজেক্ট রিভিউঃ

Chinese Language and Culture(CLC) - চীনা ভাষা সংস্কৃতি


Sub Requirement:

Bangla 14

English 14

ঢাবিতে এটি চালু হয়েছে ২০১৬-২০১৭ সেশন থেকে।

যা পড়ানো হয়:

১.এখানে ভাষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে চীনা সংস্কৃতি সম্পর্কেও পাঠদান করা হয়।

২.ভাষা ও সাংস্কৃতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষা,বাংলা ভাষা,বাংলাদেশ স্টাডিস,ভাষাবিজ্ঞান ও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে পাঠদান করানো হয়।

পাঠদান পদ্ধতি ও ক্লাসের ব্যাপ্তি:

১.এখানে অত্যন্ত দক্ষ,বন্ধুসুলভ শিক্ষক দ্বারা ক্লাস করানো হয়।

২.এই বিভাগের সবগুলো কক্ষ শীততাপ নিয়ন্ত্রিত এবং সবগুলো ক্লাসরুমেই রয়েছে কম্পিউটার ও বড় মনিটর/প্রজেক্টর।

আর হ্যা,ডিপার্টমেন্টের ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর কোরিডোর।

৩.প্রতিটি ক্লাসের ব্যাপ্তি ২ ঘন্টা।

প্রতিদিন ক্লাস হয় ২/৩ টা।

চাকরির সুবিধা:

বাংলাদেশে বিষয়ভিত্তিক চাকরি খুবই কম।

এই বিভাগের একজন শিক্ষার্থী বিসিএস ও অন্যান্য চাকরির বাইরেও শিক্ষকতা,দোভাষী,এম্বাসিতে চাকরি,বিভিন্ন চীনা মাল্টিন্যাশনাল ও অন্যান্য চীনা প্রতিষ্ঠানে চাকরির অগ্রধিকার পাবে।

এছাড়াও রয়েছে চীনে শতভাগ স্কলারশীপের মুখ্যম সুযোগ।

MD Ashraful Islam Shawon

Dept of CLC,2nd Batch.




Muinuddin Gaus

Mohammad Muinuddin Gaus, a dedicated student of the Islamic Studies department at the University of Dhaka, shares valuable information on various online platforms. To learn more about him, follow his social media links.

Post a Comment

Previous Post Next Post