♦সাবজেক্ট রিভিউঃ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
ইতিহাসচর্চার অন্তর্নিহিত উদ্দেশ্য হল সত্যানুসন্ধান। তারই প্রেক্ষিতে বর্তমান বিশ্বে নানা জাতির মধ্যে ছড়িয়ে থাকা মুসলমানদের অতীত জীবনসাধনা ও সংস্কৃতিচর্চার সত্যানুসন্ধানে অনবরত প্রচেষ্টাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অন্যতম উদ্দেশ্য।নিম্নে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে একটি সাবজেক্ট রিভিউ তুলে ধরা হলঃ
♦ইতিহাস কি?
History শব্দের অর্থ অনুসন্ধান বা সত্য উদঘাটনের জন্য অনুসন্ধান।আবার বাংলায় ইতিহাসের সরল অর্থ অতীতে যেমনটি ঘটেছিল।ইতিহাসের জনক হিরোডোটাস এর মতে, যা ঘটে যায় তার বিবরনই হল ইতিহাস।মানবজাতির ক্রমবর্ধিত প্রগতি কিংবা অবনতির ধারাবাহিক চিত্র সঠিক ও সুবিন্যস্তভাবে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে ইতিহাস।ইতিহাসেই লুকিয়ে আছে মানবপ্রগতির আসল সুর এবং ইতিহাসই মানুষকে জগৎ সম্পর্কে সত্যিকারের ধারনা দিতে পারে।
♦ইসলামের ইতিহাস ও সংস্কৃতির কোর্সসমূহঃ
বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ভর্তি হওয়ার আগে প্রত্যেক শিক্ষার্থীর কোর্সসমূহ নিয়ে ধারণা থাকা গুরুত্বপূর্ণ। তারই সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যলয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কোর্সসমূহ তুলে ধরা হল। উল্লেখ্য যে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কোর্সসমূহ প্রায় এক।
★History of the ★Muslims(Prophet and the Khulafa-i-Rashideen)
★History of the Muslims(The Umayyads)
★English Language
★History of World Civilizations
★History of the Muslims(The Abbasids and the Regional Dynasties)
★History of the Muslims in India(Arabs,Turks and Early Afghans)
★History of the Muslims in Spain
★History of Bengal(Ancient and Sultanate Period Up to 1576)
★Theory and Principals of Sociology
★History of Fatimids, Ayyubids and Mamluks
★History of the Muslims in India(Later afghans and the Mughals)
★Theory and Principles of ★Political Science
★History of Iran and Central ★Asia(13th-18th centuries)
History of Modern Europe since1789
★Development of Religious ★Principles, Institutions, ★Literature and Science in Islam
★Theoretical Practice of Sociology in Bangladesh
★History of the Ottomans
★History of Bengal(1576-1905)
★Development of Philosophy and Sects in Islam
★Principal of Political Organization with Special Reference to the Political Systems of U.K, U.S.A, U.S.S.R, India and Bangladesh
★Muslim Minorities in the Contemporary World
History of the Muslims of the South-East Asia(Up to 1824)
★History of the Muslim Administration
★Women and Muslim
★Modern Muslim World and Globalization
★Bangladesh Studies Since 1905
★Development of Muslim Art and Architecture
★Muslim Historiography(Khilafat, Sultanate and Mughal India)
♦ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কোথায় পড়ানো হয়ঃ
বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্ট চালু আছে। নিম্নে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্ট চালু আছে এমন সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা তুলে ধরা হলঃ
🛑 সরকারী প্রতিষ্ঠানঃ
★ঢাকা বিশ্ববিদ্যালয়
★চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
★রাজশাহী বিশ্ববিদ্যালয়
★ইসলামী বিশ্ববিদ্যালয়
★জগন্নাথ বিশ্ববিদ্যালয়
★জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজে
★ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়
★অধিভূক্ত ফাজিল মাদ্রাসায়
★বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ না, বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও এই সাবজেক্ট পড়ানো হয়। নিচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্ট চালু আছে এমন বেসরকারি বিদ্যালয়ের তালিকা তুলে ধরা হলঃ
♦বেসরকারী প্রতিষ্ঠানঃ
★দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ
★এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
★North Bengal International University
ইত্যাদি
♦ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে চাকরি সুযোগঃ
যারা সাবজেক্ট রিভিউ পড়তে আসেন, তাদের সবচেয়ে আগ্রহের জায়গা হল চাকরি সুযোগ-সুবিধা। বাংলাদেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এর শিক্ষার্থীদের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল দু ধরণের চাকরির সুযোগ রয়েছে। প্রথমেই আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এর শিক্ষার্থীদের টেকনিক্যাল চাকরি নিয়ে। চলুন শুরু করা যাকঃ
♦টেকনিক্যাল চাকরিঃ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়ে সরকারি -বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে।যেমনঃ সহকারী শিক্ষক(সামাজিক বিজ্ঞান)
সরকারি কলেজ শিক্ষকতার সুযোগ
বেসরকারি কলেজে শিক্ষকতা
সরকারি মাদ্রাসা পর্যায়ে শিক্ষকতা
বেসরকারি মাদ্রাসা পর্যায়ে শিক্ষকতা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এর শিক্ষার্থীদের কাছে এই চাকরিই বোধহয় আকর্ষণীয় চাকরি।
মেরিন একাডেমীতে- শিক্ষা কর্মকর্তা(মানবিক)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতির শিক্ষার্থীদের আরও একটি আকর্ষণীয় চাকরি হল জাদুঘরের-সহকারী কিউরেটর /কিপার(৯ম গ্রেড) হিসেবে চাকরি।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে -সিনিয়র/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (আরকাইভস) হিসেবেও চাকরির সুযোগ রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টের শিক্ষার্থীদের।
কনটেন্ট রাইটার
আর্কাইভিস্ট
ইত্যাদি
নন টেকনিক্যাল চাকরিঃ
এবার বলব,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টের নন টেকনিক্যাল চাকরির সুযোগ নিয়ে। নিচে এই সাবজেক্টের নন টেকনিক্যাল চাকরির সুযোগ পর্যালোচনা করা হলঃ
১।ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টের শিক্ষার্থীরা অনায়াসে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে জেনারেল ক্যাডার এবং নন ক্যাডার হিসেবে চাকরি পেতে পারে।
২। সরকারি -বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সহজেই চাকরির সুযোগ পেয়ে থাকে অন্যান্য সাবজেক্টের শিক্ষার্থীদের মত।
৩। তাছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এর শিক্ষাি র্থীরা কর্পোরেট চাকরিসহ আন্তর্জাতিক চাকরিসমূহে নিয়োগ পেতে পারে নিজ দক্ষতাবলে।
বি.দ্র. সব নন টেকনিক্যাল চাকরির বেলায় যোগ্যতা হিসেবে শুধুই স্নাতক পাশ চাওয়া হয়।নন টেকনিক্যাল চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টকে অগ্রাধিকারও দেওয়া হয়না । যেকোন সাবজেক্টে পড়ে নন টেকনিক্যাল চাকরি পাওয়া যায়।
♦ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে উচ্চশিক্ষাঃ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার স্বপ্ন বুনে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টাল স্টাডিজ বা এশিয়ান স্টাডিজ অনুষদের অধীনে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রী বিদ্যমান। নিচে কয়েকটি
বিশ্ববিদ্যালয়ের উদাহারণ তুলে ধরা হলঃ
🛑ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে উচ্চশিক্ষা
🛑অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে উচ্চশিক্ষা
🛑ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে উচ্চশিক্ষা
এছাড়াও মধ্যপ্রাচ্য,ভারত, তুরস্কে উচ্চশিক্ষার ভাল সুযোগ রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ।বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়েও মাস্টার্স, এমফিল ও পিএইচডি করার সুযোগ রয়েছে।