♦সাবজেক্ট রিভিউঃ Urdu - উর্দু বিভাগ
.
এই একবছরে যা বুঝলাম উর্দু ভাষা উচ্চারণে অনেকটা হিন্দি,লেখাতে প্রায় পুরোটাই আরবী এসেছে সংস্কৃত থেকে, নামধারণ করেছে উর্দু।
যারা হিন্দি ভালো পারে কিংবা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এর তাদের জন্য মোটামুটি খুবই সহজ এই ডিপার্টমেন্ট।
আর যারা মাদ্রাসার না, আরবি কিংবা হিন্দি কোনটাই পারেনা তাদের জন্য একটু জটিল বোধ হলেও তেমন কোনো সমস্যা নেই।
১ম সেমিস্টারের ৬ মাসের প্রায় ৫ মাস শিডিউল ক্লাস ছাড়াও প্রতিদিন এক্সট্রা ক্লাসের দ্বারা উর্দু শেখানো হয়।
তাতেই সেকেন্ড সেমিস্টারে যে কেউ তরতর করে উর্দু পড়ে দিতে পারে।
বলা হয় উর্দু খুব মজার সাবজেক্ট। যারা কবিতা বা সাহিত্যপ্রেমী তারা ইকবাল-এর মত কবিদের কবিতা পড়া ছাড়াও খুঁটিনাটি জানতে পারবেন।
আর উর্দুর মত একটা এক্সট্রা ভাষা শেখার কাছাকাছি আপনি যেকোনো কাজের জন্য অনেক সময় পাবেন। ক্লাস সকালের দিকে একটা নির্দিষ্ট টাইমে।
তারপর অবাধ সময় পাবেন অন্যকাজের জন্য,আপনার ইচ্ছেমত।
এ ডিপার্টমেন্ট থেকে প্রক্সি দেওয়ার সু্যোগ কখনই হবেনা।
জব সেক্টর নিয়ে অনেকে চিন্তিত থাকে উর্দু ডিপার্টমেন্ট এর।
আসলে চিন্তার কিছু নেই। আপনি বিসিএস,ব্যাংকসহ বিভিন্ন সেক্টরে এপ্লিকেশন করতে পারবেন।
ক্লাস এবং ডিপার্টমেন্ট এর অতিরিক্ত প্যারা না থাকায় আমার ডিপার্টমেন্ট আমার ভালোই লাগে।